শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হওয়ায় প্রভাষক সোহরাব হোসেন ছান্নুকে সংবর্ধণা
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়া জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হওয়ায় শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নুকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ, উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা পরিষদের ষ্টাফ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ সহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলো তাকে এই সংবর্ধনা প্রদান করে। এর আগে গত ৩ ডিসেম্বর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিদ্যালয় পরিদর্শন, ঝরে পড়া প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, পাঠদানে শিক্ষকদের অনুপ্রেরণা জোগানো সহ বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে জেলা পর্যায়ের মূল্যায়ন কমিটি তাকে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে মনোনীত করে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সোহরাব হোসেন ছান্নু উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই প্রাথমিক শিক্ষার মানোন্নয়ে নানাবিধ কর্মকান্ড পরিচালনা করে আসছেন। তার তীক্ষ নজরদারীতে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনেকাংশে অগ্রগতি দেখা গেছে। জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্য দিয়ে তার সেই নিরলস পরিশ্রম ফলপ্রসু হয়েছে।