১ম বিভাগ ক্রিকেট লিগ ২০১৯-২০ মুক্তধারা স্পোর্টিং ক্লাব জয়ী
বগুড়া সংবাদ ডট কম (খবর বিজ্ঞপ্তি): অদ্য ০৫/১২/২০১৯ তারিখের বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, দৈনিক প্রভাতে আলো এর পৃষ্ঠপোষকতায় ১ম বিভাগ ক্রিকেট লিগের আজকের খেলায় মুক্তধারা স্পোর্টিং ক্লাব ৮উইকেটে আগমনী ক্রীড়া চক্রকে পরাজিত করে। টসে জিতে আগমনী ক্রীড়া চক্র প্রথমে ব্যাট করে ৪২.৫ ওভারে ১০উইকেট হারিয়ে মাত্র ৮৮ করে। দলের পক্ষে আরিফ-২৩, শ্রাবণ-১২ রান করে প্রতিপক্ষের বোলার তৌহিদ-৩টি, হাসু-২টি, শাফি-২টি, জাকির-২টি করে উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে মুক্তধারা স্পোর্টিং ক্লাব ১১.৫ওভারে ২উইকেটে হারিয়ে ৯২ রান করে। দলের পক্ষে আবু সায়েদ-৫৩, থানভি-১৬রান করে। প্রতিপক্ষের বোলার পলল-১টি, আরিফ-১টি উইকেট লাভ করে। মুক্তধারা স্পোটিং ক্লাবের তৌহিদ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। আজকের ম্যাচ পরিচালনা করে- সাজু ও রাহিদ। আগামীকালকের খেলায় অংশগ্রহণ করবে ক্রিকেট ক্লাব অব মালতিনগর বনাম চকসুত্রাপুর বয়েজ ক্লাব।