fbpx
বগুড়া জেলার সংবাদশেরপুর

শেরপুরে মোবাইল কোর্টের অভিযানে জাটকা ইলিশ জব্দ ও জরিমানা

বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) :  বগুড়ার শেরপুরের পৌরসভার রেজিষ্ট্রিঅফিস বাজারে মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আজ ৫ নভেম্বর সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত বাজারে মনিটরিং টিম অভিযান পরিচালনা করে জাটকা ইলিশ জব্দ ও মাছ ব্যবসায়ী সাইফুল ইসলামের জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ এর নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মমিনুর রহমান এবং সহকারী কৃষি অফিসার মাসুদ। মাছের বাজারে ব্যবসায়ী সাইফুল তার নিজের দোকানে জাটকা ইলিশ (৭-৮ ইঞ্চি মাত্র দৈর্ঘ্য) বিক্রয় করছিলেন। এসময় জাটকা ইলিশ মাছ হওয়ায় সেগুলো জব্দ করা হয়। এবং জরিমানা করে খালাস দেওয়া হয়। জব্দকৃত মাছগুলি এতিমখানায় দিয়ে দেওয়া হয়। উপস্থিত উৎসুক জনতার উদ্দেশ্যে ইউএনও বলেন, জাটকা ইলিশ তথা ১০ ইঞ্চির নীচে দৈর্ঘ্যের ইলিশ ধরা, মজুদ, বিক্রয় করা আইনত দন্ডনীয় অপরাধ। এই বিধান লংঘনকারীর ২ বছরের কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে। পরে বারোদুয়ারী মাছের আড়তগুলিতেও মোবাইল কোর্টের অভিযান চালানো হয়, তবে জাটকা ইলিশ পাওয়া যায়নি। জাতীয় মাছ ইলিশ রক্ষায় তিনি সকলকে সজাগ থাকার আহবান জানান এবং জনস্বার্থে লিফলেট বিতরণ করেন এবং উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − two =

Back to top button
Close