কাহালুতে পুলিশ পরিবার মিলন সন্ধ্যা ও মহিলা পুলিশের ব্যারাক এর উদ্বোধন
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বৃহস্পতিবার বগুড়ার কাহালু থানা চত্বরে বাংলাদেশ পুলিশ কাহালু থানা পুলিশের আয়োজনে পুলিশ পরিবার মিলন সন্ধ্যা/১৯ইং অনুষ্ঠিত হয়। উক্ত পুলিশ পরিবার মিলন সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ নারী কল্যাণ সংস্থার সভানেত্রী ও বগুড়ার পুলিশ সুপার এর সহধর্মিনী মিসেস রোমানা আশরাফ। কাহালু থানা মহিলা পুলিশ এর ব্যারাকের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজীউর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রণজয় চন্দ্র মল্লিক। উক্ত পুলিশ পরিবার মিলন সন্ধ্যায় এবং মহিলা পুলিশ এর ব্যারাকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়া লতিফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান, কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা, কাহালু থানার সেকেন্ড অফিসারের সহধর্মিনী বগুড়া পুলিশ অফিস কমিউনিটি পুলিশিং শাখার এস আই (নিরস্ত্র) অর্চনা রানী বর্মা, কাহালু থানার এস আই আইউব আলী, আশিকুর রহমান (আশিক), মুকুল হোসেন, গুলবাহার খাতুন, এ এস আই ওবায়দুল ইসলাম, জহুরুল ইসলাম, আতাউর রহমান, মাসুদ রানা, জাহাঙ্গীর আলম, জুয়েল আলী সরদার, মাসুম সহ কাহালু থানার অন্যান্য পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।