বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ কাহালু শাখার নব-গঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ কাহালু শাখার আয়োজনে নব-গঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ কাহালু শাখার নব-গঠিত কমিটির সভাপতি মোঃ আব্দুল হান্নান। উক্ত অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু), মোছাঃ রওশন আকতার, উপজেলা শিক্ষা অফিসার এস এম সারওয়ার জাহান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আব্দুর রহিম নুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার সাঈদা রহমান, শাহ্ধসঢ়; মোঃ আবু রায়হান, শামীম ইকবাল, আবু তাহের, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ রাসেল কবির, সাধারণ সম্পাদক মোতারফ হোসেন (টুটুল) প্রমূখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ কাহালু শাখার নব- গঠিত কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আব্দুল করিম খান, সাংগঠনিক সম্পাদক হাফিজার রহমান প্রমূখ।