শেরপুরে গরীব শ্রমিক পরিবার ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে আর্থিক সহায়তা প্রদান
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) : বগুড়ার শেরপুরে জেলা বাস মিনিবাস কোচ ও মাক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় কন্যাদায় গ্রস্থ পিতা, মৃত শ্রমিক সদস্যদের পরিবারের হাতে চেক ও ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে। সংগঠনের সভাপতি আরিফুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ( শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক ইউনিয়নের আজীবন উপদেষ্টা জানে আলম খোকা, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, ট্রাফিক ইন্সপেক্টর জাহিদ হাসান, শেরপুর শহর ফাড়ির ইনচার্জ হারুন অর রশীদ, বগুড়া মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি তৌফিক হাসান ময়না, কুসুম্বী ইঊনিয়নের চেয়ারম্যান শাহ আলম পান্না, মোটর মালিক নেতা সেলিম রেজা প্রমূখ। শেষে প্রধান ও আমন্ত্রিত অতিথিরা ৩৭টি কন্যাদায়গ্রস্থ, ২৪জন মৃত শ্রমিক পরিবার ও ৭জন শিক্ষার্থীর মধ্যে ৯লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।