কাহালু সরকারি কলেজে বীরমুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ হোসেন আলীর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বৃধবার বগুড়ার কাহালু সরকারি কলেজের আয়োজনে অত্র কলেজের শ্রেণীকক্ষে অত্র কলেজের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা মরহুম হোসেন আলীর ৭ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোঃ আউয়াল হোসেন তালুকদার। উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু), উপজেলা যুবলীগের সভাপতি ও কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট লিয়াকত আলী সরদার, কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, দরগাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, কাহালু থানার এস আই আইউব আলী, অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক ছাদেক আলী মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা মরহুম হোসেন আলীর জামাই প্রভাষক হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মরহুম হোসেন আলীর পুত্র আব্দুল্লাহ আল মামুন, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন, অত্র কলেজ ছাত্রলীগের সোহেল রানা, সৌগির আহম্মেদ (রিতু) সহ অত্র কলেজের শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রীবৃন্দ। স্মরণ সভা শেষে বীরমুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ হোসেন আলী সহ অত্র কলেজের মৃত্যু বরণকারী সকল শিক্ষক/কর্মচারীর রুহের মাগফেরাত কামনা করে।