বগুড়া র্যাব এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে বগুড়া সদর থানা এলাকায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা।
বগুড়া সংবাদ ডট কম (খবর বিজ্ঞপ্তি): র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গত ০২ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ ১৪০০ ঘটিকা হতে ১৬৩০ ঘটিকা পর্যন্ত মোঃ রওশন আলী, সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্পেশাল কোম্পানী, র্যাব-১২, বগুড়া এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ তাসনিমুজ্জামান ও জনাবা ইশরাত জাহান, জেলা প্রশাসন, বগুড়াগণের সহযোগিতায় একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন সাতমাথা এলাকায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারনিক ২৫ ধারা ভঙ্গের অপরাধে মোট ০৭ জন ১। মোঃ জামাল উদ্দিন (৩৯), পিতা-মোঃ আবজাল, সাং-মাটিহাম, থানা-কাহালু-জেলা-বগুড়া, ২। মোঃ মিলন (৪৭), পিতা-মৃত চাঁন মিয়া, সাং-পুরান বগুড়া, ৩। মোঃ রুমান (৩০), পিতা-মোঃ আঃ হক, সাং-নামাজগড়, উভয় থানা ও জেলা বগুড়া, ৪। মোঃ ছোটন (৩০), পিতা-মৃত কাইজার প্রাং, সাং-নিজ বলাই দক্ষিণ পাড়া, থানা- সারিয়াকান্দি, জেলা বগুড়া, ৫। মোঃ আরিফ (২১), পিতা-মৃত হাফিজার রহমান, সাং-দাড়িগাছা, ৬। মোঃ রাব্বি (২১), পিতা-আঃ রাজ্জাক, সাং-দাড়িগাছা, উভয় থানা- শাজাহানপুর, জেলা-বগুড়া এবং ৭। মোঃ সুজন মিয়া (২২), পিতা-মোঃ জহুরুল ইসলাম, সাং- চাকলমা, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াদের‘কে ১০ লিটার চোলাইমদ, ০৭ টি মোবাইল এবং ১৪ টি সীম উদ্ধারপূর্বক প্রত্যেককে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ৫০০/- (পাঁচশত) টাকা করে জরিমানা প্রদান করিলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত কারাদন্ডের কয়েদীদের পরোয়ানা মূলে জেলা কারাগার বগুড়ায় হস্তান্তর করা হয় ।