বগুড়া জেলার সংবাদবগুড়া সদর
বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের পরিবর্তিত তারিখ ২০-২২ ডিসেম্বর
বগুড়া সংবাদ ডট কম (খবর বিজ্ঞপ্তি): বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। তিন দিনব্যাপী কবি সম্মেলনের পরিবর্তিত তারিখ আগামী ২০, ২১ ও ২২ ডিসেম্বর। গতকাল সোমবার রাতে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভায় এইসিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের সভাপতি ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি হাবীবুল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলী, গণ-সংযোগ সম্পাদক প্রতত সিদ্দিকী, আসর পরিচালনা সম্পাদক এস এম আনিছুর রহমান, অর্থ সম্পাদক আল আমিন মোহাম্মদ, নির্বাহী সদস্য সারমিন সীমা, আফসানা জাকিয়া ও আব্দুল মতিন।