আগামী ৭-১২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ
বগুড়া সংবাদ ডট কম (খবর বিজ্ঞপ্তি): উপলক্ষে বগুড়ায় এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত আগামী ৭-১২ ডিসেম্বর ২০১৯ দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা গতকাল বগুড়ায় অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১ টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদ, বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মোঃ গাজীউর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশুতোষ কর্মকার, বগুড়া এফডব্লিউভিটিআইয়ের অধ্যক্ষ ডাঃ মোদাব্বের হোসেন, বগুড়া সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সানাউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া এর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শামছুল ওয়াদুদ, সহকারী পরিচালক(সিসি) ডাঃ মোঃ জহুরুল ইসলাম, মেডিকেল অফিসার(সিসি) ডাঃ সামসী আরা বেগম, বগুড়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহনাজ পারভীন ও মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) ডাঃ মোঃ আব্দুল মান্নান। এ্যাডভোকেসী সভার শুরুতেই একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সেবা সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি, কৈশেরকালীন মাতৃত্ব রোধ করি’। আগামী ৭-১২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে স্থায়ী, দীর্ঘমেয়াদী ও অস্থায়ী পদ্ধতির বিশেষ ক্যাম্প, মা ও শিশু স্বাস্থ্য সেবা, প্রাতিষ্ঠানিক প্রসব সেবা ও পিপিএফপি সেবা, কিশোর কিশোরীদের নিয়ে স্বাস্থ্য শিক্ষা সেসন, উঠান বৈঠক, মা সমাবেশ, বাল্য বিবাহ প্রতিরোধে কাউন্সিলিং করা হবে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহে বিশেষ সেবা প্রদান করা হবে।