কাহালুতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : “পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার কাহালুতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ/১৯ইং উদযাপন উপলক্ষে এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা। এ্যাডভোকেসী সভায় স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ মামুনুর রশিদ। উক্ত এ্যাডভোকেসী সভায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আকতার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিক্যাল অফিসার ফাতেমাতুজ জহুরা, কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান, কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার উজ্জ্বল হোসেন, উপজেলা হিসাব রক্ষন অফিসার মুহাম্মদ রুহুল আমিন, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইছাহাক আলী প্রমূখ। উল্লেখ্য যে, আগামী ৭ ডিসেম্বর হতে ১২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ/১৯ইং উদযাপন করা হবে।