শাজাহানপুরে ১ হাজার পিচ ইয়াবাসহ র্যাব সদস্য আটক
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুরে ১ হাজার পিচ ইয়াবা সহ শাহিনুর রহমান (৩৮) নামে এক র্যাব সদস্যেকে আটক করেছে থানা পুলিশ। সোমবার সন্ধায় থানার এসআই ওবায়দুল আল মামুন ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার ডোমনপুকুর ঠিকাদার পাড়া এলাকা থেকে তাকে আটক করেন। গ্রেফতারকৃত র্যাব সদস্য শাহিনুর রহমান গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শিমুলতাইর গ্রামের বারেক সরকারের পুত্র। বর্তমানে শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর ঠিকাদার পাড়ায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী সন্তান সহ বসবাস করতেন। তিনি বর্তমানে র্যাব-৬ খুলনায় কর্মরত আছেন। এসআই ওবায়দুল আল মামুন জানান, সোমবার সন্ধার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ডোমনপুকুর ঠিকাদারপাড়া এলাকায় রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার পরনের প্যান্টের সামনের দুই পকেট থেকে এক হাজার পিচ ইয়াবা পাওয়া যায়। তিনি বর্তমানে র্যাব-৬ খুলনায় কর্মরত আছেন। এরআগে তিনি বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্টের সেনা সদস্য (কর্পোরাল) হিসাবে কর্মরত ছিলেন। মার্শাল্লা কোর্টে মামলা দায়েরের জন্য সেনাবাহিনী তাকে নিয়ে গেছে বলেও জানান তিনি।