১ম বিভাগ ক্রিকেট লিগ ২০১৯-২০ সিসিএম বনাম গ্লোবাল টার্চ এর খেলা টাই
বগুড়া সংবাদ ডট কম (খবর বিজ্ঞপ্তি): অদ্য ০২/১২/২০১৯ তারিখের বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, দৈনিক প্রভাতে আলো এর পৃষ্ঠপোষকতায় ১ম বিভাগ ক্রিকেট লিগের আজকের খেলায় ক্রিকেট ক্লাব অব মালতিনগর বনাম গ্লোবাল টার্চ স্পোর্টস ইন্সিটিটিউট খেলাটি টাই হয়। টসে হেরে ক্রিকেট ক্লাব অব মালতিনগর প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯উইকেট হারিয়ে মাত্র ২০৩রান করে। দলের পক্ষে কাউছার-৬৯, মনি-২৫, সিহাব-২২, কিবরিয়া-২১ রান করে প্রতিপক্ষের বোলার স্বাধিন-৩টি, রুমেন-৩টি এবং আবির-২টি করে উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে গ্লোবাল টাচ্ধসঢ়; স্পোর্টিং ইন্সিটিটিউট ৪৯.৩ওভারে ১০উইকেটে হারিয়ে ২০৩ রান করে। দলের পক্ষে রুমেল-৪৭, নাঈম-৪৫, সম্পদ-২১ রান করে। প্রতিপক্ষের বোলার আশিক-৪টি, ইশতি-২টি উইকেট লাভ করে। গ্লোবাল টাচ্ধসঢ়; স্পোর্টিং ইন্সিটিটিউট রুমেল ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। আজকের ম্যাচ পরিচালনা করে- গৌরাঙ্গ ও রুহুল। আগামীকালকের খেলায় অংশগ্রহণ করবে সুত্রাপুর স্পোর্টিং ক্লাব বনাম কৈগাড়ী ক্রিকেট ক্লাব ।