নন্দীগ্রামবগুড়া জেলার সংবাদ
নন্দীগ্রামে স্বেচ্ছা সেবকলীগের প্রস্তুতি সভা
বগুড়া সংবাদ ডটকম ( নন্দীগ্রাম প্রতিনিধি মো: এফএফ সরকার) : জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষে নন্দীগ্রামে স্বেচ্ছা সেবকলীগের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজের সঞ্চনালয় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি সেলিম রেজা, স্বেচ্ছা সেবকলীগ নেতা আব্দুর রশিদ, সেকেন্দার আলী, আব্দুল বাতেন, সাকিব হোসেন, শাহিন আলম, আব্দুল খালেক প্রমূখ। সভায় জানানো হয়, আগামী ৭ই ডিসেম্বর বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ লক্ষে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই সম্মেলন সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।