দুপচাচিঁয়াবগুড়া জেলার সংবাদ
দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচনের তফসীল ঘোষনা
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচনের তফসীল ঘোষনা করা হয়েছে। গত ১ডিসেম্বর স্থানীয় সরকার পৌরসভা বিধিমালা ২০১০এর বিধি ১০(১) অনুযায়ী নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের উদ্দেশ্যে সময়সূচী ঘোষনা করেছেন। ঘোষিত তফসীল অনুযায়ী মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ ১২ডিসেম্বর বৃহস্পতিবার, বাছাইয়ের শেষ তারিখ ১৫ডিসেম্বর রোববার, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ডিসেম্বর রোববার এবং ভোট গ্রহনের তারিখ ১৩জানুয়ারি ২০২০ সোমবার। উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন নির্বাচনের তফসীল ঘোষনার বিষয়টি নিশ্চিত করেছেন।