শেরপুরে মাটি বোঝাই ট্রাক রাস্তা ছেড়ে বসত বাড়িতে
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) : বগুড়ার শেরপুরের জয়নগর গ্রামের সরু রাস্তা ছেড়ে ফজলুর রহমানের বসত বাড়িতে ঢুকে পরেছে। ৩০ নভেম্বর শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। এতে শিশুসহ ২ জন আহত হয়েছে। এলাকাবাসী জানান, শেরপুর উপজেলার খামারকান্দি বাজার সংলগ্ন রাস্তার দক্ষিণ পার্শ্বে জয়নগর গ্রামে গভীর রাতে মাটি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রে ট ১৩-২৭০০) নিয়ন্ত্রণ হারিয়ে জয়নগর গ্রামের ফজলুর রহমানের বাড়ির একটি ঘরে ঢুকে পড়ে। এতে তার ছেলে রেজাউল করিম (৩০) ও এক শিশু আহত হলেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় তারা। এলাকাবাসী আরো জানান, কিছুদিন পুর্ব হতে খামারকান্দি ইউনিয়নের বড়বিলা এলাকা থেকে মাটি তুলে সংকীর্ণ রাস্তা দিয়েই উপজেলার বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। যার ফলে যে কোন সময় আরো বড় দুর্ঘটনার আশংকা রয়েছে। এছাড়াও রাস্তার ধুলা দিয়ে বাড়িঘর ভরে যাচ্ছে। চোখ মেলে চলতে পারছেনা কেউই। এ ব্যাপারে খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব জানান, মাটি তোলা বিষয়টি জানি। কিন্তু ট্রাক যে ঘরে ঢুকে পড়েছে বিষয়টি কেবল শুনলাম। এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।