শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নিসচা’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বগুড়া সংবাদ ডট কম (শিবগঞ্জ প্রতিনিধি রশিদুর রহমান রানা) : বগুড়ার শিবগঞ্জে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সাফল্য ও গৌরবের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সকাল ১১টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণির সুধিজনদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে নিসচা’র উপজেলা কার্যালয়ে এক আলোচনা সভা নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা কমিটির আহ্বায়ক সাংবাদিক রশিদুুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব প্রভাষক আব্দুল হান্নান, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক রবিউল ইসলাম রবি, প্রভাষক শফিউল আলম, আফছার আলী, বাদল রহমান নিরব, বায়েজিদ বোস্তামি, কাজল, সাংবাদিক তৌহিদ মন্ডল, রুহুল আমিন, আশরাফুল ইসলাম, শরিফুল ইসলাম, মেহেদী ইসলাম, নায়ক সাগর প্রমূখ। পরে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।