কাহালু উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ হোসেন আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : রোববার বগুড়ার কাহালুর চারমাথাস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে উপজলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগনেতা ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ হোসেন আলীর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মোঃ আব্দুল হাকিম। স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক উদ্দিন কবিরাজ, আওয়ামীলীগনেতা আবুল কাশেম, আকরাম হোসেন, আব্দুল গোফ্ধসঢ়;ফার (করিম), মিজানুর রহমান (মিজু), সামছুদ্দোহা রাবু, শাফিকুল ইসলাম শফিক, শাহিন, জুয়েল, জিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহিন ফকির, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাজিব, ইসমাইল হোসেন, মাসুদ রানা, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শ্রী অঞ্জন কুমার প্রামানিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল আলম (আতিক), পৌর যুবলীগের সহ-সভাপতি আবু বক্কর, রানা প্রমূখ।