কাহালুতে নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : নিরাপদ সড়ক চাই এর ২৬ বছর পূর্তি উপলক্ষে রোববার বগুড়ার কাহালু উপজেলা কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালী শেষে কাহালু পৌর এলাকার মাষ্টার পাড়ায় স্বরণ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ে এক আলোচনা সভা নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির সভাপতি প্রভাষক কুতুব শাহাব উদ্দিন বাবু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়া লতিফুল ইসলাম। নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম (সোহাগ)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরণ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন আকতার, সহকারি প্রধান শিক্ষক আজিজুল হাকীম, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির সদস্য ছেলিম রেজা, জাকির হোসেন, নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির আবু রায়হান, আব্দুর রহমান, কলেজ কমিটির আল জামি, রাহাদ, ইকবাল শেখ, মাদ্রাসা কমিটির আবু জ্বর আল রেফারী সহ নিরাপদ সড়ক চাই এর বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।