ধুনটে ভ্যান চালককে মারধর করে টাকা ছিনতাই
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনটে এক ভ্যান চালক ও তার স্ত্রীকে মারধর করে টাকা
ছিনতাই করেছে দূর্বৃত্তরা। এঘটনায় শনিবার বিকেলে ভ্যান চালক আজাদুল ইসলাম বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগসূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর কাজিপুর উপজেলার মাঝবাড়ী গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে আজাদুল ইসলাম ভ্যান চালিয়ে তার স্ত্রী ফরিদা খাতুনকে নিয়ে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামের এক আত্বীয়র বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কালিবাড়ি বন্যানিয়ন্ত্রন বাধের উপর পৌছালে একদল দূর্বৃত্ত তাদের পথরোধ করে মারধরে আহত করে। এসময় দূর্বত্তরা আজাদুল ইসলামের কাছ থেকে ২০ হাজার টাকা ও তার স্ত্রী ফরিদা খাতুনের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় শনিবার বিকেলে ভ্যান চালক আজাদুল ইসলাম বাদী হয়ে ভান্ডারবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের ফরহাদ হোসেনের ছেলে কানন (১৯), একই গ্রামের সোহাগ (২০) ও হাবিব (১৮) নামে তিন যুবকের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ধুনট থানার এসআই খোকন কুমার জানান, এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।