fbpx
বগুড়া জেলার সংবাদশেরপুর

শেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত

বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) বগুড়ার শেরপুর উপজেলায় চরমপন্থি অধ্যুষিতখ্যাত ভবানীপুর এলাকায় সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান ও দুই রাউন্ড গুলি জব্ধ করে।

বুধবার (০৭ আগস্ট) সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন –গাইবান্ধা সদর উপজেলার কাঁচদহ গ্রামের মন্টু সরকারের ছেলে ধনেশ ওরফে সুকুমার (৩৮) ও নাটোর জেলার সিংড়া উপজেলার বাহিমাল গ্রামের রজব আলীর ছেলে আফজাল (৫৫)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, মঙ্গলবার (০৬ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজারের পূর্বপাশে একটি ব্রিজের ওপর দু’দল সন্ত্রাসীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনার খবর আসে। এমন খবর পেয়ে শেরপুর থানা পুলিশের একটি টহল দল, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমাযুন কবির, পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমানসহ তিনি দ্রুত ঘটনাস্থলে যান।

সেখানে গুরুতর আহত অবস্থায় দু’ব্যক্তিকে পড়ে থাকতে দেখে দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ধনেশ ও ওরফে সুকুমারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১ টি ও আফজালের বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে বলেও জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =

Back to top button
Close