শাজাহানপুরে নগর বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুরে নগর বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে। ভোট জালিয়াতির অভিযোগে ৪ জন প্রার্থী ভোট বর্জন করে উপজেলা নির্র্বাহী অফিসারকে লিখিত ভাবে বিষয়টি অবগত করেছেন। অভিযোগ সূত্রে জানাগেছে, পূর্ব নির্ধারিত তফশীল অনুযায়ী গত ৩০ নভেম্বর সকাল ৯টা থেকে নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণ শুরু হয়। বেলা ২টার দিকে আব্দুল মোমিন নামের একজন অভিভাবক (ভোটার নং ১৭০) ভোট দিতে গিয়ে জানতে পারেন তার ভোট দেয়া হয়ে গেছে। এমতাবস্থায় তিনি ওই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন জানিয়েছেন। অপরদিকে ভোট জালিয়াতির অভিযোগ ওঠায় নির্বাচনে অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বী ৪ জন প্রার্থী সুফিয়া সুলতানা, নূর আলম, রুবেল আকন্দ এবং ওবায়দুর রহমান রোববার শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত ভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র দাখিলকারী আব্দুল মোমিন নামের এক ব্যক্তি মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের বিষয়ে আপত্তি জানিয়ে আদালতে মামলা করেছেন (মামলা নং ৪৭৯/১৯)। যাহা বিচারাধীন রয়েছে। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনকারী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: আব্দুল আলিম জানিয়েছেন, যথা নিয়মে ভোট গ্রহণ থেকে শুরু করে নির্বাচনী যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ভোট গ্রহণকালে সকল প্রার্থীর এজেণ্টগণ উপস্থিত ছিলেন। কোন এজেণ্ট ভোট জালিয়াতির কথা বলেননি।