দুপচাঁচিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রব্বানী
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ উপজেলা পর্যায়ে দুপচাঁচিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক(পুরুষ) নির্বাচিত হয়েছেন দুপচাঁচিয়া ধাপসুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী মহলদার। তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জন করায় এ শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছে। উল্লেখ্য যে, গোলাম রব্বানী এ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা অবস্থায় ২০১৬, ২০১৭ এবং ২০১৮ইং সালে বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছিল। তিনি ২০০৯সালে এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী জানান, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সার্বিক প্রচেষ্টায় এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। আগামীতে এ সাফল্য ধরে রাখতে বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।