সান্তাহারে পুলিশের উপর হামলা ঘটনায় পাঁচজন গ্রেফতার
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমানের উপর হামলার ঘটনায় পাঁচ হামলাকারী কে পুলিশ শুক্রবার রাতে গ্রেফতার করেছে। তবে মুলহোতা মাদক ব্যবসায়ী শিবলু কে পুলিশ গ্রেফতার করতে পারেনি। গ্রেফতারকৃতরা হচ্ছে, সান্তাহার নিউ কলোনী মহল্লায় মন্টুর ছেলে আলামিন রকি, ময়নুলের ছেলে সেলিম, চা-বাগানের শিবলু মা হামিদা বেগম, নুর ইসলামের ছেলে রিফাত হোসেন, জিয়ারুল সরকারের ছেলে মনজুরুল ইসলাম কে গ্রেফতার করে। পুলিশ শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের বগুড়া আদালতে প্রেরন করেছে। উল্লেখ্য, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনচার্জ আনিছুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গত শুক্রবার সকালে পৌর শহরের সান্তাহার চা-বাগান মহল্লায় শিবলু নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে শিবলু কে আটক করার চেষ্টা করলে অন্য মাদক ব্যবাসায়ীরা পুলিশের উপর হামলা চালিয়ে মারপিটে পুলিশ ও পুলিশের সোর্স সুনিল কে আহত করে শিবলু নামের ওই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার রাতেই সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান বাদী হয়ে পুলিশের কাজে বাধা প্রদান হত্যার উদ্দ্যেশে মারপিটে রক্তাক্ত জখম করার অভিযোগে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন।