ছেলে মেয়েদের সু-শিক্ষিত করতে অভিভাবক দেরকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে ——–ইউএনও আজিজুর রহমান
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়ার কৈচড় টেকনিক্যাল এ্যান্ড বি এম কলেজের সভাপতি ও বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান বলেন, ছেলে মেয়েদের সু-শিক্ষিত করতে হলে অভিভাবকদেরকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষকেরা শুধু কলেজ চলাকালীন সময়ে ছাত্র/ছাত্রীদের খোঁজখবর নেন। কলেজ ছুটির পর আপনাদের ছেলে মেয়েরা কোথায় কি করে সেই খোঁজখবর আপনাদেরকে নিতে হবে। শনিবার কৈচড় টেকনিক্যাল এ্যান্ড বি এম কলেজের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। কৈচড় টেকনিক্যাল এ্যান্ড বি এম কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম (রফিক) এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের বিদ্যুৎসাহী সদস্য ও ফাঁপোড় ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক রাজু মন্ডল, অত্র কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ইব্রাহীম খলিল, অভিভাবক সদস্য মাওঃ আব্দুল বাতেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৈচড় টেকনিক্যাল এ্যান্ড বি এম কলেজের সহকারি অধ্যাপক সুজিত কুমার ভৌমিক, পারভীন সুলতানা, রুবেল উদ্দিন মন্ডল, প্রভাষক মাকছুদা আকতার, নুরে আলম, শাহ জালাল তালুকদার প্রমূখ।