রেজাউল সভাপতি কুদ্দুস সম্পাদক কুদ্দুস জাতীয় শ্রমিকলীগ কাহালু উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : শনিবার কাহালু পৌরমঞ্চে জাতীয় শ্রমিকলীগ কাহালু উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অত্র শাখার সভাপতি বাদশা আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলী আশরাফ চিশতী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সামছুদ্দীন শেখ হেলাল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। জাতীয় শ্রমিকলীগ কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার সহ-সভাপতি কামরুল মোর্শেদ আপেল, আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর, আনোয়ার হোসেন (রানা), সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, ছানাউর রহমান (শোভন)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিকলীগনেতা রেজাউল ইসলাম প্রমূখ। সম্মেলন শেষে রেজাউল করিমকে সভাপতি, আব্দুল কুদ্দুসকে সাধারণ সম্পাদক ও ফারুক হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য জাতীয় শ্রমিকলীগ কাহালু উপজেলা শাখার কমিটি ঘোষনা করা হয়।