কাহালুতে হাফ ডজন মামলার আসামী সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়ার কাহালু থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে হাফ ডজন মাদক মামলার আসামী সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা ও এ এস আই ওবায়দুল ইসলাম সঙ্গীয় র্ফোস সহ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার দূর্গাপুর পাতাঞ্জো গ্রাম থেকে ১শত ৫০ গ্রাম গাঁজা সহ মিনা আকতার (৩৬) ও মামুনুর রশিদ (৩০) কে গ্রেফতার করেন। মিনা আকতার উপজেলার পাতাঞ্জো গ্রামের আলমগীর সরকারের স্ত্রী ও মামুনুর রশিদ একই গ্রামের মৃতঃ মোবারক আলী ফকিরের পুত্র। অপরদিকে কাহালু থানার এস আই মুকুল হোসেন সঙ্গীয় র্ফোস সহ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রাম থেকে হাফ ডজন মাদক মামলার আসামী আব্দুল বাকী শাহ্ (৫২) কে ২৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেন। সে কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রামের মৃতঃ ইছাহাক আলীর পুত্র গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।