কাহালুতে গলায় ফাঁস দিয়ে ২ ব্যক্তির আত্মহত্যা
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে ২ ব্যক্তি আত্মহত্যা করেছে। কাহালু থানা পুলিশ শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা জানান, নীলফামারী জেলার ডিমলা উপজেলার শ্রী গোবিন্দ্র রায় (৩৮) ও তার ২ ভাই কাহালু উপজেলার মুরইল গ্রামের এসে ধান কাটা শ্রমিকের (কামলার) কাজ করছিল। শনিবার ভোর রাতে শ্রী গোবিন্দ্র রায় হতাশাগ্রস্ত হয়ে পার্শ্বের একটি আম গাছের সাথে দড়ি ও গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শ্রী গোবিন্দ্র রায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার শ্রী আমিন চন্দ্র রায় এর পুত্র। অপরদিকে কাহালু পৌর এলাকার সারাই গ্রামের স্ত্রীর সাথে ঝগড়া করে শ্রী বিজয় চন্দ্র বল্বব (২৫) শুক্রবার রাতে উক্ত গ্রামের লয়াপুকুর নামক স্থানে একটি আম গাছের সাথে লঙ্গী দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সে কাহালু পৌর এলাকার সারাই গ্রামের শ্রী হিরণ চন্দ্র বল্বব এর পুত্র। এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়া লতিফুল ইসলাম এর সাথে কথা বলে হলে তিনি জানান, এ ঘটনায় থানায় পৃথক পৃথক ২টি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।