বিকাশ সভাপতি, নজরুল সম্পাদক দুপচাঁচিয়ার তালোড়ায় জাসদের কাউন্সিল অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : জাতীয় সমাজ তান্ত্রিক দল(জাসদ) দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর ও ইউনিয়ন শাখার আয়োজনে কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে তালোড়া চাউল কল মালিক সমিতির হলরুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। তালোড়া পৌর জাসদের সভাপতি বিকাশ মন্ডল এর সভাপতিত্বে ও জাসদ নেতা নূর মোহাম্মদ এর পরিচালনায় কাউন্সিলে প্রধান অতিতির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বগুড়া জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. ইমদাদুল হক ইমদাদ, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাবু, জেলা আ’লীগের সাবেক সদস্য আনোয়ার হোসেন, বগুড়া শহর জাসদের সভাপতি রবীন্দ্রনাথ দাস রঞ্জন, সাধারণ সম্পাদক হাসান মঞ্জুরুল দোদুল, দুপচাঁচিয়া উপজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফকির, কাহালু উপজেলা জাসদের সাধারণ সম্পাদক সিদ্দিকুল আলম মামুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, জেলা যুবজোটের সভাপতি ওবায়দুল হক, জেলা শ্রমিক জোটের সভাপতি মকবুল হোসেন, জেলা শ্রমিক জোটের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক, তালোড়া পৌর জাসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে বিকাশ মন্ডলকে সভাপতি, বিশ্বজিৎ সরকারকে সহসভাপতি, নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও নূর মোহাম্মদকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করে তালোড়া পৌর জাসদের কমিটি গঠন করা হয়।