ধুনটবগুড়া জেলার সংবাদ
“জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯” এ ধুনট উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এম, এ, আহসান কবির জিতু
বগুড়া সংবাদ ডট কম : “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯” এ বগুড়ার ধুনট উপজেলার ছোট এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, এম,এ,আহসান কবির জিতু ধুনট উপজেলার “শ্রেষ্ঠ সহকারী শিক্ষক” নির্বাচিত হয়েছেন। সময়মত ক্লাস, ঝরে পড়ার হার কমানো, নিয়মিত হোম ভিজিট, ডিজিটাল কন্টেন্ট তৈরি, মাল্টিমিডিয়া প্রজেক্টরে পাঠ দান, বিদ্যালয়ে বাগান তৈরি সহ নানাবিধ কারণে উপজেলা পর্যায়ে তিনি “শ্রেষ্ঠ সহকারী শিক্ষক” নির্বাচিত হয়েছেন।
তিনি প্রাথমিক শিক্ষার অন লাইন ভিত্তিক গ্রুপ “প্রাথমিক শিক্ষক কণ্ঠ” ও “বগুড়া জেলা প্রাথমিক শিক্ষক ফোরাম” গ্রুপের এডমিন হিসাবে কাজ করেন।
ব্যাক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক। তার স্ত্রী শাজাহানপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সে সকলের দোয়া প্রার্থী।