সান্তাহারে পুলিশ কর্মকর্তার উপর মাদক ব্যবসায়ীদের হামলা !
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : কুখ্যাত মাদক ব্যবসায়ী শিবলু কে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি আনিছুর রহমান এবং তার সোর্স সুনিল চন্দ্র। এ সময় পুলিশ শিবলুর বাড়ি থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করেছে। এ সময় শিবলুর মা মাদক ব্যবসায়ী হামিদা কে গ্রেফতার করেছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে সান্তাহার পৌর শহরের সুইপার কলোনীর পাশে চা-বাগান এলাকায়। মাদক ব্যবসায়ী শিবলু ও তারসহযোগীদের হামলায় আহত পুলিশ কর্মকর্তা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এঘটনায় পুলিশ শিবলু ও তার মা হামিদা সহ ৭/৮ জনের বিলুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন হামলার শিকার পুলিশ কর্মকর্তা ওসি আনিছুর রহমান। উল্লেখ্য, অবাধে মাদক কেনা-বেচা সংক্রান্ত একটি সংবাদ দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ও অনলাইনে ছাপা হওয়ার পর পুলিশ নড়েচড়ে উঠেন। পুলিশ কর্মকর্তার উপর মাদক ব্যবসায়ীদের হামলা ও মারপিট করার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সান্তাহার পৌর সভার ওই ওয়ার্ড(৭নং) কাউন্সিলর আলহাজ্ব আব্দুল কুদ্দুস বলেন, মাদক ব্যবসায়ীরা যখন পুলিশের উপর হামলা করে তখন জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ কি ভাবে প্রতিবাদ করার সাহস দেখাবে। এ ব্যাপারে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি আনিছুর রহমান বলেন, মাদক কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে কুখ্যাত মাদক ব্যবসায়ী শিবলু ধরতে অভিযান চালানোর সময় তার বাসায় গেলে ধস্তাধস্তি, কিল, ঘুষির ঘটনা ঘটে।