দুপচাঁচিয়ায় সিপিবির উদ্যোগে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : ‘দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো, জান বাঁচাও-দেশ বাঁচাও’ এই শ্লোগান নিয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) দুপচাঁচিয়া উপজেলা শাখার উদ্যোগে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পদযাত্রা শেষে সিও অফিস বাসস্ট্যান্ড যাত্রী ছাউনীতে পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিপিবির সদস্য ও বগুড়া জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ফরিদ, বগুড়া জেলা সিপিবির সহসাধারণ সম্পাদক হরি শংকর সাহা, বগুড়া জেলা যুব কমিউনিস্ট নেতা সুলতান আহমেদ, সিপিবি দুপচাঁচিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ। সভায় বক্তারা ভাত ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে উদ্বেগ প্রকাশ করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য দাবী জানান।