মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণে বগুড়ার শাজাহানপুরে মাঠ দিবস
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র আওতায় বগুড়ার শাজাহানপুরে মাঠ দিবস কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষèীকোলা গ্রামে অনুষ্ঠিত এই মাঠ দিবস কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: মাহ্ধসঢ়;মুদা পারভীন, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা। মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদের সঞ্চালনায় মাঠ দিবসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল বারী মন্ডল, ফলাফল প্রদর্শনকারী মৎস্য চাষী ও ইউপি সদস্য আজিজার রহমান, স্থানীয় মৎস্য চাষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাঠ দিবসের শেষ পর্যায়ে পুকুরে জাল টেনে মাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করা হয়।