আদমদিঘিবগুড়া জেলার সংবাদ
আদমদীঘির দুই ইটভাটা মালিকের ৫ লাক্ষ টাকা জরিমানা
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : সনাতন পদ্ধতির চিমনি ব্যবহার, কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো, পরিবেশ অধিদপ্তরের ছাত্রপড় ছাড়া ইটভাটা পরিচালনার অভিযোগে গত বুধবার সন্ধ্যায় বগুড়ার আদমদীঘি উপজেলার দুটি ভাটার মালিকের জরিমানা করা হয়েছে। নির্বাহি ম্যাজিস্ট্রেট নাসিম রেজা ও তাসলিমুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। জানা গেছে, আদমদীঘি উপজেলার ইসবপুরে বিজিএম এবং এমবিসিও নামে ওই দুই ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিজিএম ট্রেডমার্ক ইটভাটা মালিকের ৩ লাক্ষ এবং এমবিসিও ভাটার মািলকের ২ লাক্ষ টাকা জরিমানা করা হয়।। অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরে বগুড়ার পরিদর্শন মকবুল হোসেন উপস্থিত ছিলেন। এপিবিএন সদস্যরা অভিযানে সহায়তা প্রদান করে।