মুক্তধারা স্পোর্টিং ক্লাব জয়ী
বগুড়া সংবাদ ডট কম (খবর বিজ্ঞপ্তি): অদ্য ২৭/১১/২০১৯ তারিখের বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, দৈনিক প্রভাতে আলো এর পৃষ্ঠপোষকতায় ১ম বিভাগ ক্রিকেট লিগের আজকের খেলায় মুক্তধারা স্পোর্টিং ক্লাব ৫ উইকেটে কৈগাড়ী ক্রিকেট ক্লাব কে পরাজিত করে। টসে হেরে কৈগাড়ী স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করে ২৮ ওভারে ১০উইকেট হারিয়ে মাত্র ৮১রান করে। দলের পক্ষে রাব্বি-২৪, বাবু-২২, জাকি-১০ রান করে প্রতিপক্ষের বোলার রনি-৭টি এবং রাফি, নিশাত ও আরমান-১টি করে উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে মুক্তধারা স্পোর্টিং ক্লাব ৫উইকেটে ৮৩ রান করে। দলের পক্ষে তৌহিদ-৪৪, বাবুনি- ১৬ রান করে। প্রতিপক্ষের বোলার নওসাদ, তুন, সুমন রিগান-১টি করে উইকেট লাভ করে। মুক্তধারা স্পোর্টিং ক্লাবের রনি ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। আজকের ম্যাচ পরিচালনা করে- সাজু ও রুহুল। আগামীকালকের খেলায় অংশগ্রহণ করবে ক্রিকেট ক্লাব অব মালতিন নগর বনাম নিউ মুনস্টার ক্লাব।