বগুড়া জেলার সংবাদবগুড়া সদর
বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন পরিষদে গরীব দুঃস্থ্যদের মাঝে ভিজিএফ এর চাল বিতরন ও সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : বুধবার সকাল ১০ টায় বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন পরিষদের আয়োজনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরীব ও দুঃস্থ্য পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ও সুবিধা ভোগীদের উদ্দেশ্যে গুজব ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য সহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও চাল বিতরন করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ আবু সুফিয়ান সফিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা আজিজুর রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ, স্থানীয় ইউপি সদস্য শাফিউল ইসলাম শাফি, শাহজাহান আলী তালুকদার, জুলফিকার সরকার, মোজাফফর রহমান, স্বপন, ইউনিয়ন যুবলীগ সভাপতি রুবেল হোসাইন সাধারন সম্পাদক রিজু ইসলাম সহ সকল ইউপি সদস্যবৃন্দ।