fbpx
বগুড়া জেলার সংবাদশিবগঞ্জ

বহুল প্রত্যাশিত বগুড়া সদরের ৮নং গোকুল ইউনিয়ন পরিষদের নব নির্মিত কমপ্লেক্স ভবনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : মঙ্গলবার বহুল প্রত্যাশিত বগুড়া সদরের ৮নং গোকুল ইউনিয়ন পরিষদের নব-নির্মিত কমপ্লেক্স ভবন এর উদ্বোধন উপলক্ষে সুধি সমাবেশ এর আয়োজন করা হয়। বেলা ১১ টায় উদ্বোধন পূর্বে সুধি সমাবেশে সভাপতির স্বাগত বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, স্থানীয় সরকার বগুড়ার উপ পরিচালক সুফিয়া নাজিম, টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম,সদর উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান,জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাফুজুল ইসলাম রাজ,জেলা যুবলীগের সাধারন সম্পাদক প্রভাষক আমিনুল ইসলাম ডাবলু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম ইকবাল,মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা,শেখেরকোলা ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম,ব্যাংক এশিয়ার ম্যানেজার বন্দে আলী মিয়া রতন,ইউপি সদস্য আলী রেজা তোতন,সমাজ সেবক অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম সিরাজ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান জামিল আকতার খান টেংকু,লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ,গোকুল ইউপির সাবেক সদস্য রেজাউর করিম টুলু,সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহব্বায়ক সরকার সাইফুল ইসলাম,উপজেলা মহিলালীগের
সভানেত্রী মাকসুদা বেগম,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ লিংকন,উপজেলা ছাত্রলীগ নেতা গোলাম সারোয়ার মিলন,রাকিবুল ইসলাম,ইউপি সদস্য হবিবর রহমান,আইয়ুব খান,এমদাদুল হক দুলাল,সাজেদুল ইসলাম সুজন,জাকির হোসেন,রফিকুল ইসলাম সাজু,নজমল হক মজো,রুমি বেগম,হাজেরা বেগম,তহমিনা বেগম,সচিব আজমল হোসেন,উদ্যেক্তা মিসফাকুর রহমান উজ্জল,অফিস সহকারী সাইফুল ইসলাম,লাহিড়ীপাড়া ইউপি সদস্য সিরাজুল ইসলাম,শেখেরকোলা ইউপি সদস্য সহিদুল ইসলাম,সমাজ সেবক শামীম আহম্মেদ,মেহেদী হাসান জুয়েল,আশরাফুল ইসলাম,শাহজাহান আলী,হামেদ আলী,মানিক,মিজানুর রহমান সহ সাংবাদিক,প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোকুল কেন্দ্রীয় ঈদগাহ মাঠের খতিব আলহাজ্ব মাওঃ মোঃ আমিনুর রহমান। শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষনা করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য এমদাদুল হক দুলাল ও সাজেদুল ইসলাম সুজন। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,গ্রামের উন্নয়নের জন্য বর্তমান সরকার সেবার মান নিশ্চিত করতে বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ করার কাজ হাতে নিয়েছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগণ যাতে তাদের সেবা পেতে পারে সেজন্য পরিষদের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে সততার সহিত কাজ করতে হবে। জেলা প্রশাসকের পক্ষ থেকে তিনি সকল প্রকার সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =

Back to top button
Close