নন্দীগ্রামে কৃষি প্রণোদনা পেলেন ৯০৫ জন কৃষক
বগুড়া সংবাদ ডটকম ( নন্দীগ্রাম প্রতিনিধি মো: এফএফ সরকার) : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ৯০৫ জন কৃষকদের গম, ভূট্টা, সরিষা, ডাল চাষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের সার এবং বীজ প্রদান করা হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মুহা. মশিদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আকতার বানু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন প্রমূখ। উপজেলা কৃষি অফিসার মুহা. মশিদুল হক জানান, উপজেলার ২০০ জন কৃষককে সরিষা বীজ, ১০০ কৃষককে গম বীজ, ৫২০ কৃষককে ভুট্টা বীজ, ৭০ জন কৃষককে মুগডাল বীজ, ১৫ জন কৃষককে পেঁয়াজ বীজসহ প্রত্যেক কৃষককে ২০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।