ধুনটবগুড়া জেলার সংবাদ
ধুনটে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনট উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক পর্যায়ে বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা। ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সাইফুল ইসলাম, ধুনট মহিলা কলেজের অধ্যক্ষ জিয়াউল হক প্রমূখ।