fbpx
বগুড়া জেলার সংবাদশাজাহানপুর

শাজাহানপুরে কৃষি প্রনোদনা পেলেন ১১২০ জন প্রান্তিক কৃষক

বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) :  বগুড়ার শাজাহানপুরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ১১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির বীজ ও সার বিতরন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে এই সার ও বীজ বিতরনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। কৃষি কর্মকর্তা জানান, এবছর ১১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ৭২০ জন কৃষক জনপ্রতি ২ কেজি ভূট্টা, ২০০ জন কৃষক জনপ্রতি ২০ কেজি গম, ১০০ জন কৃষক জনপ্রতি ১ কেজি সরিষা, ৭৫ জন কৃষক জনপ্রতি ৫ কেজি মুগডাল (শীত ও গ্রীষ্মকালীন), ১৫ জন কৃষক জনপ্রতি ১ কেজি পেঁয়াজ এবং ১০ জন কৃষক জনপ্রতি দেড় কেজি করে সুর্যমুখী বীজ এবং প্রতিজন কৃষক ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পাবেন। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীনের সভাপতিত্বে এবং কৃষি কর্মকর্তা নূরে আলমের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদ্ধসঢ়;ক তালেবুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =

Back to top button
Close