১ম বিভাগ ক্রিকেট লিগ ২০১৯-২০ এর শুভ উদ্বোধন
বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : অদ্য ২৫/১১/২০১৯ তারিখ, সকাল- ৯.০০ঘটিকায়, শহীদ চান্দু স্টেডিয়ামে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, প্রভাতের আলো পত্রিকার পৃষ্ঠপোষকতায় ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০১৯-২০ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব ফয়েজ আহাম্মদ, জেলা প্রশাসক, বগুড়া। এসময় উপস্থিত ছিলেনে- জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি জনাব, নুরুল আলম টুটুল, কার্যনির্বাহী সদস্য- ইমদাদুল হক , জামিলুর রহমান জামিল, মাহফুজুল ইসলাম রাজ, আল রাজী জুয়েল, আলাউদ্দিন, দিলুরুবা আমিনা আক্তার বানু সুইট, জাকিয়া সুলতানা আলেয়া, ডিএফএর সভাপতি- খাজা আবু হায়াত হিরু প্রমুখ। আজকের খেলায় সুত্রাপুর স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে আগমনী ক্রীড়া চক্র কে পরাজিত করে। টসে হেরে আগমনী ক্রীড়া চক্র প্রথমে ব্যাট করে ৩৩.২ ওভারে ১০উইকেট হারিয়ে ৮৩রান করে। দলের পক্ষে শাফি-১৫, শিপন-১৫, ওয়াজকুরনি- ১০ ও শ্রাবণ-১০ রান করে। সুত্রাপুর স্পোর্টিং ক্লাবের ফিরোজ-৩টি, সাগর-২টি করে উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে সুত্রাপুর স্পোর্টিং ক্লাব ১৩.৫ওভারে ৩উইকেটে ৮৪ রান করে। দলের পক্ষে শুভ-৩৫, নুর- ইসলাম৩১ রান করে। প্রতিপক্ষের বোলার আরিফ, রবিউল শিপন-১টি করে উইকেট লাভ করে। খেলায় সুত্রাপুর স্পোর্টিং ক্লাবের ফিরোজ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। আজকের ম্যাচ পরিচালনা করে- সাজু ও গৌরাঙ্গ। আগামীকালকের খেলায় অংশগ্রহণ করবে গ্লোবাল টাচ স্পোর্টস ইন্সিটিটিউট বনাম চক সুত্রাপুর বয়েজ ক্লাব।