আদমদিঘিবগুড়া জেলার সংবাদ
আদমদীঘিতে বিনা মুল্যে বীজ ও সার বিতরন
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার আদমদীঘি উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহায়তা প্রদানের লক্ষে সোমবার বেলা ১১ টায় বিনা মুল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। এ উপলক্ষে আদমদীঘি উপজেলা হল রুমে উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষন অফিসার সামছুল ওয়াদুদ, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্ট,ু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী প্রমুখ। আলোচনা সভা শেষে ৯০০ প্রান্তিক কৃষদের মাঝে বীজ ও সার বিতরন করা হয়।