নন্দীগ্রামে শ্রমিকলীগের স্মরণ সভা
বগুড়া সংবাদ ডটকম ( নন্দীগ্রাম প্রতিনিধি মো: এফএফ সরকার) : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা শ্রমিকলীগের প্রয়াত সভাপতি আলী রেজা মারুফ বাবু’র স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ যোহর রানা’র চত্বর অডিটোরিয়ামে উপজেলা ও পৌর শ্রমিকলীগের যৌথ উদ্যোগে এ শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর শ্রমিকলীগের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জলের সঞ্চনালয় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা শফি উদ্দিন, মখলেছুর রহমান মিন্টু, লুৎফর রহমান, মুক্তার হোসেন, মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, তাতী লীগের সভাপতি আবু নোমান, পৌর শ্রমিকলীগের সাধারন সম্পাদক সানোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজীব, আবু নোমান নাদিম, মশিউর রহমান প্রমূখ। সভাশেষে মরহুম আলী রেজা মারুফ বাবু’র রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া করা হয়।