কাহালুতে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ হলরুমে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলানির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু), রওশন আকতার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য যে, উক্ত ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলায় মোট ১০টি স্টল অংশগ্রহন করে।