কাহালুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : সোমবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০১৯-২০ অর্থ বছরে রবি ও খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু), রওশন আকতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রাসারণ অফিসার ধীমান ভূষন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায় সহ কৃষি অফিসের অন্যান্য উপ-সহকারি কৃষি অফিসারবৃন্দ ও উপজেলা বিভিন্ন ইউনিয়ন হতে আসা কৃষকবৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলার ৯ শত ৫ জন কৃষককে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। উল্লেখ্য যে, প্রতিটি কৃষক গম চাষের জন্য পেয়েছেন ২০ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি মোট ৫০ কেজি। প্রতিটি কৃষক ভুট্রা চাষের জন্য পেয়েছেন ০২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি মোট ৩২ কেজি। প্রতিটি কৃষক সরিষা চাষের জন্য পেয়েছেন ০১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি মোট ৩১ কেজি। প্রতিটি কৃষক গ্রীষ্মকালীন মুগ চাষের জন্য পেয়েছেন ০৫কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি মোট ২৫ কেজি। প্রতিটি কৃষক শীতকালীন মুগ চাষের জন্য পেয়েছেন ০৫কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি মোট ২৫ কেজি। প্রতিটি কৃষক পেঁয়াজ চাষের জন্য পেয়েছেন ০১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি মোট ৩১ কেজি।