বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্য বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্য ফিজিওথেরাপী চিকিৎসা সেবা প্রদান…
বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : রবিবার সকাল ১০ টায় বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদ নব নির্মিত কমপ্লেক্স ভবনে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যান মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত বগুড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী গরীব অসহায় অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে বিনা মূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে চিকিৎসা সেবা প্রদান উদ্বোধন করেন গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য এমদাদুল হক দুলাল,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক রেজাউল করিম মুন্টু,উপজেলা উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোকলেছার রহমান মুকুল,ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মিসফাকুর রহমান উজ্জল,আমজাদ হোসেন,কামরুল হাসান নয়ন,মহাস্থান প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস আই সুমন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বগুড়ার ডাঃ উলফাত ই কাওনাইন,থেরাপী সার্জারী হাসনা আরা খাতুন,টেকনিশিয়ান অডিও মেট্রিশিয়ান আশিক শাহারিয়ার,স্টাফ তৌহিদ,মাসুদ,গোলাম আজম প্রমুখ।