শাজাহানপুরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় এতিমদের মাঝে যুবলীগের খাবার বিতরণ
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : শোকাবহ আগষ্ট উপলক্ষ্যে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শাহাদত বরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বগুড়ার শাজাহানপুরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার খাদাস হাফেজিয়া মাদ্রাসায় গোহাইল ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এই খাবার বিতরন করা হয়।
খাবার বিতরণের পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ নেতা মুঞ্জুরুল আলম জুয়েল জায়দার। বরেণ্য অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব ইউসুফ আলী। গোহাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ফরহাদ হোসেন, শ্রমিকলীগ সভাপতি আব্দুর রহিম, যুবলীগ নেতা শাকিল, আইয়ুব, রানা, লাল মিয়া, র্খুরম, সোহাগ প্রমুখ।
ক্যাপশনঃ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদত বরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বুধবার দুপুরে বগুড়া শাজাহানপুরের গোহাইল ইউনিয়ন যুবলীগের উদ্যোগে খাদাস হাফেজিয়া মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরন করা হয়।