আদমদীঘির সাংবাদিক কাইয়ুম আর নেই
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার আদমদীঘির সাংবাদিক আব্দুল কাইয়ুম (৩৫) আর নেই। ইন্নালিল্লাহি………রাজেউন)। রোববার বেলা সাড়ে ১১টায় নিজ বাস ভবনে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে নওগাঁয় চিকিৎসার জন্য নেয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মৃত সাংবাদিক আব্দুল কাইয়ুম উপজেলার পাইকপাড়া গ্রামের আজিম উদ্দীনের ছেলে। মৃত্যুকালে সে স্ত্রী, ১ ছেলে, বাবা, মা, ছোট ভাই সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে আদমদীঘির স্থানীয় সাংবাদিক হাফিজুর রহমান, মাহমুদ হোসেন ভোলা, মিহির কুমার সরকার, আনোয়ার হোসাইন, হেদায়েতুল ইসলাম উজ্জল, নিতাই সরকার, এহসানুল হক খান সবুর গভীর ভাবে শোকাহত হয়েছেন। রোববার বাদ আছর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক মহল মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুম সাংবাদিক আব্দুল কাইয়ুম দৈনিক বজ্রশক্তি পত্রিকায় দীর্ঘ দিন ধরে সাংবাদিকতার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকান্ডে জড়িত ছিলেন। তার এই অকাল মৃত্যু সাংবাদিক সমাজ কে বড়ই মর্মাহত ও বেদনাবিধুর করে তুলেছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ শোকবার্তা জানিয়েছে।