বগুড়ার কাহালুতে বিদ্যুতের পাওয়ার গ্রীডের জন্য ৪ ফসলী জমি অধিগ্রহনের প্রতিবাদে সড়ক অবোরধ করে বিক্ষোভ
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ এর আওতায় “বগুড়ার (পশ্চিম) ৪০০/২৩০ কে ভি জি আই এস উপকেন্দ্র নির্মাণ” র্শীষক প্রকল্পের জন্য কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া ও নারকেলী মৌজার ৪ ফসলী আবাদী জমি অধিগ্রহনের সিদ্ধান্তের প্রতিবাদে রোববার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মাগুড়া গ্রামের কয়েক শত কৃষান- কৃষানীরা বগুড়ার রাণীরহাট-দূর্গাপুর দেওগ্রাম সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় সড়কের দু’পাশে বাস-ট্রাক সহ শতাধিক যানবাহন আটকা পড়ে। সংবাদ পেয়ে কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা সঙ্গীয় ফোর্স সহ সেখানে গিয়ে বিক্ষোভ কারীদের সাথে কথা বলেন এবং বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ মোঃ মোশারফ হোসেনকে অবগত করেন। পরে বিক্ষোভ কারীরা অবরোধ প্রত্যাহার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাগুড়া গ্রামবাসীর মধ্যে নজরুল ইসলাম, ইকবাল হোসেন, আমিনূল ইসলাম প্রমুখ। তারা বলেন, অত্র এলাকার সিংহভাগ মানুষ কৃষি নির্ভরশীল। তাই তারা কৃষি জমিতে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। যে, জমি গুলো অধিগ্রহন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই জমি গুলোতে কৃষক ধান, আলু, মরিজ, সরিষ, বিভিন্ন শাক সবজি সহ ৪ ফসল ফলান। অত্র এলাকায় জনবসতির তুলনায় কৃষি জমি অতি নগন্য। এই এলাকায় প্রস্তাবিত কে ভি জি আই এস উপকেন্দ্র নির্মাণ সিদ্ধান্ত নেওয়া হলে তারা বেকার হয়ে পড়বে। তাই এলাকাবাসী উক্ত প্রকল্পের জন্য ৪ ফসলী জমি অধিগ্রহনের প্রতিবাদ করছে। গ্রামবাসী জানান, ইতিপূর্বে গত ১১ নভেম্বর/১৯ইং তারিখে ৪ ফসলি জমি অধিগ্রহন না করতে এলাকার কয়েক শত কৃষক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর লিখিত আবেদন করেছেন। যার অনুলিপি কৃষি মন্ত্রণালয়, স্থানীয় জেলা প্রশাসক, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করা হয়েছে।