১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার কর্মসূচি গ্রহণ
বগুড়া সংবাদ ডট কম (এইচ আলিম, বগুড়া) : ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া। দিবসটি পালনে ১৫ আগস্ট সকাল সাড়ে ৮ টায় শোকর্যালী ও সাতমাথাস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মাণ করা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভা এবং বিকাল ৪টায় শহরের ম্যাক্স মোটেলে বঙ্গবন্ধু শেখ মুজিবঃ আলোকিত সংস্কৃতি বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনার উপস্থাপন করবেন সংস্কৃতজন তৌফিক হাসান ময়না।
৫ আগস্ট জোটের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় আরো কিছু সাংগঠনিক কার্যক্রম পালনেরও সিদ্দান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন তৌফিক হাসান ময়না।
বক্তব্য রাখেন জোটের সহ সভাপতি মতিয়ার রহমান, আসাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহি সদস্য আসাদুর রহমান খোকন, প্রবীর মোহন্ত, আব্দুল মোবিন জিন্নাহ, শিরীন সুলতানা, আব্দুল আউয়াল।